হোম পেজ
শৈলকুপা উপজেলা
গর্বিত শৈলকুপা
কুমার নদী
মুক্তিযুদ্ধে শৈলকুপা
শৈলকুপা
News and Events
ফটো গ্যালারী
যোগাযোগ
শৈলকুপা ডিগ্রি কলেজ
বিশিস্ট ব্যক্তি
শিক্ষা প্রতিষ্টান
নদ নদী
দর্শনীয় স্থান
ঐতিহ্য
ইতিহাস
কৃষি
আবাসিক হোটেল
News
 

শৈলকুপা ডিগ্রি কলেজ

 

 

শৈলকুপা সরকারি ডিগ্রি কলেজ


শৈলকুপা উপজেলার প্রাণকেন্দ্রে ছায়া সুনিবীড় মনোরম পরিবেশে কুমার নদীর তীরে কলেজটির অবস্থান। ৬১৩ একর জমির উপর ২২৬ ফুট বারান্দা সহ বৃহৎ দ্বিতল ভবন, মসজিদ, অধ্যক্ষের বাস ভবন ও একটি পুকুর রয়েছে। কলেজটির প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোঃ শমসের হোসেন (এম, কম)।
১৯৬৯ সালে শৈলকুপা বাজারের এক গোডাউন ঘরেই কলেজটির প্রথম শ্রেণী কার্যক্রমের সুত্রপাত ঘটে এবং ঐ সালেই কলেজটি যশোর শিক্ষা বোর্ড কর্তৃক প্রথম অনুমোদন লাভ করে। যে সকল বিদ্যোৎসাহী ব্যক্তিবর্গের পৃষ্ঠপোষকতায় কলেজটি প্রতিষ্ঠা লাভ করে তাঁদের মধ্যে শফিউদ্দীন আহম্মদ (শ্রীরামপুর), ডাঃ কাজী মোঃ কাদেমুল ইসলাম (শৈলকুপা), মোশাররফ মিয়া (মনোহরপুর), আবু বকর (প্রধান শিক্ষক), আহম্মেদ কবীর চৌধুরী (সি ও), সৈয়দ আহম্মেদ (প্রকৌশলী), মোঃ আলী আলেম খাঁ (দেবতলা), মোঃ হেদায়েৎ হোসেন মোল্লা (শৈলকুপা), সুধীর কুমার সাহা (শৈলকুপা), রফিউদ্দীন আহম্মেদ মিয়া (উমেদপুর), মোঃ খলিলুর রহমান বিশ্বাস (বাখরবা), বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং কলেজ প্রতিষ্ঠা কল্পে যে সকল প্রতিষ্ঠান ও মহৎ প্রাণ ব্যক্তিবর্গ wbt¯^v_© ভাবে জমি দান করে কলেজ প্রতিষ্ঠার ইতিহাসে বিশেষ স্মরনীয় হয়ে আছেন। তাঁদের মধ্যে শৈলকুপা হাইস্কুল, উম্মুল এহসান মোসাম্মাৎ নসীবা খাতুন, জঃ ডাঃ কাজী খাদেমুল ইসলাম (শৈলকুপা), মোঃ সৈয়দ আলী বিশ্বাস (কালকুলা), মোঃ গোলাম কাদের বিশ্বাস (সোনদাহ)।

 

১৯৭০ সালে কলেজটিকে বর্তমান স্থানে নিজস্ব জমিতে স্থানান্তরিত করা হয়। ১৯৭৪ সালে কলেজটির উন্নয়নের ক্ষেত্রে মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এর আর্থিক অনুদান ও সাবেক যশোর জেলার জেলা প্রশাসক মহিউদ্দীন খান আলমগীরের সহযোগিতা বিশেষ স্মরনীয়। এ ছাড়াও উন্নয়নের ক্ষেত্রে সরকারী সাহায্য ছাড়া এলাকাবাসীদের অবদানও বিশেষ স্মরণীয়। কলেজের সঠিক শিক্ষা পরিবেশ ও উন্নয়ন তৎপরতায় অধ্যক্ষ মোঃ শমসের হোসেনের ভূমিকা প্রশংসনীয়। সুযোগ্য শিক্ষক মন্ডলী দ্বারা পরিচালিত কলেজটি যশোর একটি উল্লেখযোগ্য আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান।



Today, there have been 229837 visitors (973468 hits) on this page!
 
সাইন ইন করুন
Username:
Password:
 
This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free