শৈলকুপার কুমার নদীতে একসময় নাকি প্রচুর পরিমানে শৈলমাছ পাওয়া যেত এবং তা সাধারণ কুপিয়ে মারা হতো। এজন্যেই এর নাম হয় শৈলকুপা। আবার অন্যদের মতে এখানে শৈলগুল্প বেশী থাকার কারনে এ অঞ্চলকে শৈলকুপা নামে অভিহিত করা হয়। আবার অনেকের মতেরাজা হরিশচন্দ্রের কন্যা শৈলবালার সহিত মাসুদ খানের সম্পর্ক হয় । কিন্তু রাজা হরিশচন্দ্র এ সম্পর্ক মেনে না নেয়ায় তারা উভয়েই পালিয়ে যাবার পথে বর্তমান শৈলকুপা উপজেলার কুমার নদী পার হবার সময় রাজা হরিশ চন্দ্রের লোকেরা মাসুদ খান ও শৈলবালাকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনার পরিপ্রেক্ষিতেই এ উপজেলার নামকরণ করা হয় শৈলকুপা। শৈলকুপা বহু পূর্বে ফরিদপুর জেলার মধ্যে ছিল।
শৈলকুপা উপজেলায় অনেক পুরাতন কীর্তি অছে। এর মধ্যে শৈলকুপা শাহী মসজিদ, রাজা হরিশ চন্দ্রের বাড়ী, কবি গোলাম মোসত্মফার বাড়ী, শৈলকুপা রাম গোপাল মন্দির, কামান্না মুক্তিযুদ্ধ শহীদ মিনার, কাঁচেরকোল জমিদার বাড়ী, শৈলকুপা সরকারী ডিগ্রী কলেজ, শৈলকুপা পাইলট বালক বিদ্যালয়, আবাইপুর রামসুন্দর মাধ্যমিক বিদ্যালয়, বেণীপুর মাধ্যমিক বিদ্যালয়, ফুলহরি মাধ্যমিক বিদ্যালয় ।এছাড়া উপজেলায় অনেক গুণী ব্যক্তি জন্ম গ্রহণ করেছেন।
Today, there have been 246510 visitors (998896 hits) on this page!